Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান কার্যাবলী

* ভূমি সংক্রান্ত বিভিন্ন রেজিষ্টার রেকর্ডপত্র সঠিক ভাবে সংরক্ষণাবেক্ষণ করা।

* খাস জমি এবং অর্পিত সম্পত্তি সঠিক ভাবে সংরক্ষণ করা।

* ভূমি উন্নয়ন কর আদায় করা।

* সরকারী নীতিমালা অনুযায়ী ভূমিহীন পরিবারকে খাস জমি বিতরণ ক্ষেত্রে সহযোগীতা করা।  

* উর্দ্ধতন কর্তপক্ষ কতক আদেশকৃত যে কোন প্রকার সরকারী কাজে সহযোগীতা করা।

 

 

অন্যাণ্য কার্যাবলীঃ

৭। জনপথ ও রাজপথের ব্যবস্থা  ও রক্ষণাবেক্ষণ। 

৮।  সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান, ও খোলা মাঠ এর ব্যবস্থা করা।

৯। জনপথ ও বিভিন্ন সরকারী প্রয়োজনীয় স্থানে আলে জালানো।

১০। সাধারণ ভাবে গাছ লাগানো ও সংরক্ষণ এবং বিশেষ ভাবে জনপথ-রাজপথ এবং সরকারী জাংগায় গাছ লাগানো ও সংরক্ষণ।

১১। কবর খানা, শ্মশান, ও জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষণা-বেক্ষণ ও পরিচালনা।

১২। গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ-অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।

১৩। অপরাধ মূলক বিপদজনক ব্যবসায় নিয়ন্ত্রনকরন।

১৪। মৃত পশুর দেহ অপসারণ-নিয়ন্ত্রন ও পশু জবাই নিয়ন্ত্রনকরন।

১৫। খাবার পানির উৎস দুষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহন।

১৬। খাবার পানির উপর ক্ষতিকর প্রভাব রোধ এবং িক্ষতিকর প্রভাব রোধ এবং ক্ষতিকর পানি ব্যবহার রোধে

      নিষিদ্ধকরন এবং নিয়ন্ত্রনকরন। 

১৭। আবাসিক এলাকার উপর চামড়া রং এবং পাকাকরন নিষিদ্ধ এবং নিয়ন্ত্রনকরন।

১৮। আবাসিক এলাকার ইট, মাটির পাত্র ইত্যাদি ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ।

১৯। আবাসিক এলাকায় ইট ভাটির নির্মান নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ।

২০। মেলা ও প্রদর্শনির আয়োজন।

২১। খেলা-ধূলার উন্নয়ন সাধন।

২২। শিল্প-সামাজিক উন্নয়ন ও সমবায় আন্দোলন ও গ্রামীণ উন্নয়ন সাধন ও উৎসাহ দান।

২৩। গবাদী পশুর খোঁয়াড় নিয়ন্ত্রন ও রক্ষণাবেক্ষন।

২৪। ডেপুটি কমিশনার এর নির্দেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্যকরন ইত্যাদি।